Posted by : Mr. Cook

pineapple juice
আনারসের সরবত তৈরি করার রেসিপি অনেক রকমের। এখানে একটি পক্রিয়া দেওয়া হল। আনারস একটি সহজলভ্য ফল। নিজের  বাড়ি বা বাজার থেকে আনারস সংগ্রহ করে। আনারসের জুস তৈরি করুন এবং সবার সাথে শেয়ার করুন।

প্রয়োজনীয় উপকরণ:


১. আনারসের রস ১ কাপ

২. ঠান্ডা পানি ১ কাপ

৩. সিরাপ বা চিনি .২৫ কাপ

৪. লেবুর রস ১ টেবিল চামচ

পদ্ধতী:


আনারস লম্বায় ‍দু’টুকরা কর্ চামচ দিয়ে আনারস কুরিয়ে নাও। ২ টেবিল চামচ চিনি মিশিয়ে ৩০ মিনিট রাখ। মোটা চলনিতে রস ছেঁকে নাও। পানি, সিরাপ, আনারসের রস ও লেবুর রস একসঙ্গে মিশাও। বরফকুচি দিয়ে পরিবেশন কর। সরবতে সামান্য লবণ দেয়া যায়।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Powered by Blogger.

- Copyright © BENGALI RECIPE TIPS রান্না ঘর -National Web Portal- Powered by Blogger - Designed by Nirab -